তারিখঃ ২৬শে এপ্রিল ২০২২খ্রিঃ।
স্থানঃ সকাল বাজার, জনাব মাহমুদ হোসেন ভুইয়ার নিজ বাসস্থান, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।
আহবায়কঃ জনাব মাহমুদ হোসেন ভুইয়া।
ইফতার পার্টি এর উপস্থিত অতিথি মন্ডলীঃ
প্রধান অতিথিঃ জনাব প্রিন্সিপাল মহোদয় , সরাইল সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া। বিশেষ অতিথিঃ জনাব কাজী মফিজুল ইসলাম (দুধ মিয়া), বিশিষ্ট মুক্তিযোদ্ধা। বিশেষ অতিথিঃ জনাব আব্দুল খালেক , বিশিষ্ট ব্যাবসায়ী , চম্পক নগর। বিশেষ অতিথিঃ উপজেলা মসজিদ এর ঈমাম মহোদয়। বিশেষ অতিথিঃ জনাব শামসুল আলম , প্রধান শিক্ষক , নিজ-সরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিশেষ অতিথিঃ জনাব রেজাউল করিম , সহকারী শিক্ষক (গনিত বিভাগ), সরাইল অন্নদা সহকারী উচ্চ বিদ্যালয়। বিশেষ অতিথিঃ জনাব মোঃ হেদায়েত হাসান স্যার, সহকারী শিক্ষক ,খাতিঙ্গা মহিলা উচ্চ বিদ্যালয়। সাধারন অতিথিঃ জনাব মোঃ তপন উদ্দিন, সহকারী শিক্ষক , সৈয়দটুলা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়। সাধারন অতিথিঃ জনাব কাজী শহীদ, সহকারী শিক্ষক , টি-ঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সাধারন অতিথিঃ জনাব ডি. এম. দুলাল, বিশিষ্ট ঠিকাদার বিশেষ আকর্ষনঃ এস বি ডি এস এর সকল সদস্য।
১.আলোচনা পর্বঃ
ইফতার অনুষ্ঠানে প্রথমেই বক্তব্য রাখেন সম্মানিত অধ্যক্ষ মহোদয়।
উনার বক্তব্য চলাকালিন সময়ে তিনি ইফতার মাহফিলে উপস্থিত থাকার জন্য সকলকে আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।
পাশাপাশি এস বি ডি এস এর এই মহত কাজকে বাহবা দেন ।
এবং সকলকে এই রকম সামাজিক কার্যকলাপ চালিয়ে যাওয়ার জন্য উপস্থিত সকলকে উদ্দীপনা প্রদান করেন।
অতঃপর বক্তব্য রাখেন সংস্থাটির প্রধান আহবায়ক জনাব মোঃমাহমুদ হোসেন ভুইয়া মহোদয় ।
তিনিও সকলকে ধন্যবাদ জ্ঞাপন এর পাশাপাশি আরও বিস্তারিত ভাষন প্রদান করেন।
তাছাড়াও উপস্থিত বিশেষ অতিথিবর্গ তাদের মূল্যবান ভাষন প্রদান করেন।
২.উদ্বোধনী পর্বঃ
জনাব অধ্যক্ষ মহোদয় উনার ভাষন এর এক পর্যায়ে সকল সদস্যদের
সম্মুখে SBDS.ML ওয়েবসাইট এর উদ্বোধন করেন। এবং সবাইকে এর বিস্তারিত বুঝিয়ে বলেন।
৩.দোয়া মাহফিল পর্বঃ
উদ্বোধনী পর্ব শেষে উপজেলা মসজিদের ঈমাম সাহেবের নেতৃত্বে
সম্মিলিত মোনাজাত করেন।
মোনাজাতে তিনি সকল সদস্যদের জন্য দোয়া করেন।
এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রার্থনা করেন ।
এবং সকলে সুস্বাস্থ এর জন্য প্রার্থনা করেন।
৪. ইফতার পর্বঃ
মোনাজাত এর পর নির্দিষ্ট সময়ে সকলে ইফতার শুরু করেন ।
ইফতার এর প্রধান আকর্ষন ছিল বাসমতি চাল এর তৈরি কাচ্চি বিড়িয়ানি।
তাছাড়াও ছিল পানি, কোমল পানীয় , খেজুর ও সালাদ।
সকল সদস্যবৃন্দ সুষ্ঠুভাবে ইফতার সম্পন্ন করেন।
এবং তারপর জনাব প্রধান শিক্ষক মহোদয় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন ।