(২). এস বি ডি এস হচ্ছে সরাইল উপজেলার রক্তদানের প্রথম সংগঠন।
(৩). ইহা একটি অরাজনৈতিক এবং সেবামূলক সংগঠন।
(৪). সংস্থাটির প্রথম কার্যক্রম শুরু হয় সরাইল বাজার এ জনাব মোঃ মাহমুদ হোসেন ভুইয়া এর বাসায়।
(৫). এস বি ডি এস এর প্রধান আহবায়ক জনাব মোঃ মাহমুদ হোসেন ভুইয়া।
(৬). মানবতার সেবায় আমরা কাজ করে আসছি ২০১৬ সাল থেকে।
(৭). আমাদের সংস্থা এর সদস্য হওয়ার জন্য ফর্ম পুরন বাবদ ৫০ টাকা আহবায়ক এর নিকট জমা করতে হবে।
(৮). এস বি ডি এস এর সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যম এর একাউন্ট সমুহ জনাব মোঃ মাহমুদ হোসেন ভুইয়া এর তদারকিতে মোঃহাফিজ এর সহযোগিতায় পরিচালিত হয়।
নিয়ম নীতি সমুহ
(১). এস বি ডি এস এর আহবায়ক সংস্থাটির যেকোন সদস্যকে প্রয়োজনে বাদ দিতে পারে।
(২). যেকোন ব্যাক্তি এস বি ডি এর সদস্য হতে হলে এর আহবায়ক এর অনুমতি নিতে হবে।
(৩). আহবায়কের অনুমতি ব্যাতিত কোন সদস্য রক্ত দান করতে পারবে না ।
(৪). এস বি ডি এর হয়ে রক্ত দিতে হলে অবশ্যই সংগঠনের রেজিস্টার্ডকৃত সদস্য হতে হবে।
(৫). অবশ্যই রক্তদানের ১দিন আগে থেকে জানাতে হবে।
(৬). রক্তদাতাকে নিজ রক্তের গ্রুপ সম্পর্কে নিশ্চিত হতে হবে।
(৭). রোগীর নাম এবং সমস্যা স্পষ্ট ভাবে বলতে হবে।
(৮). কোন স্থানে বা হাসপাতালে রক্ত দেওয়া হবে তা নির্দিষ্ট করে বলতে হবে।
(৯). সংগঠনের বাহিরের কেউ হলে নিকটবর্তী কোনো সদস্য অথবা সম্মানিত আহ্বায়কের সাথে দেখা করে সরাসরি বিস্তারিত সমস্যার কথা বলতে হবে।
(১০). সংগঠনের কোনো সদস্যের রক্তের প্রয়োজন হলে সরাসরি সম্মানিত আহ্বায়কের সাথে দেখা করে বিস্তারিত সমস্যার কথা বলতে হবে।
(১১). যে ব্যক্তির জন্য রক্ত সংগ্রহ করা হবে। ঐ ব্যক্তির পক্ষ্য থেকে কোনো একজন দায়িত্ব নিয়ে রক্ত দাতাকে স্ব-সম্মানে রক্ত দেওয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত তার হেফাজত করতে হবে।
(১২). রক্তদানের বিপরীতে কোনো প্রকার অর্থ গ্রহণযোগ্য নহে। শুধু মাত্র আনুষ্ঠানিক খরচ গুলো রক্ত গ্রহীতা বহন করবে।
(১৩). যদি কোনো জরুরী কারনে রক্ত দিতেই হয় তবে আহবায়ক কে যেকোন প্রকারে খবর টি জানিয়ে দিতে হবে।
(১৪). এস বি ডি এস এর সদস্য হতে চাইলে অবশ্যই প্রার্থীর সম্পুর্ণ নাম , ঠিকানা , রক্তের গ্রুপ এবং সচল মোবাইল নাম্বার জমা দিতে হবে।
(১৫). টাকার জন্য রক্তদান সম্পুর্ণভাবে আমাদের নীতি বহির্ভুত, যদি এমন কাউকে পাওয়া যায় তবে শিঘ্রই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
(১৬). সংস্থাটির আহবায়ক , সংস্থাটির যেকোনো সদস্যকে যেকোনো সময় ফোন কল, মেসেজ কিংবা ইমেইল করার অধিকার রাখে।
(১৭). আমাদের যেকোনো নতুন আপডেট কিংবা নিয়ম নীতি এর পরিবর্তন , ওয়েবসাইট কিংবা উপরোক্ত মাধ্যমগুলোতে জানিয়ে দেওয়া হবে।
বিশেষ দ্রষ্টব্যঃ
(১). রক্তগ্রহীতা এর পক্ষ থেকে রক্তদাতা এর প্রতি ও যত্নশীল হওয়া উচিত।
(২). যেহেতু রক্তদাতা রক্তদানের সময় খানিক দূর্বল হয়ে পরে সেহেতু তার জন্য যাতায়াত এবং এক বেলার খাবার এর ব্যবস্থা করা উচিত।
(৩). যতদিন না পর্যন্ত রক্তদাতা রক্তদানের যোগ্য না হয় ততদিন তাকে রক্তদানের জন্য ডাকা হবে না।
(৪). রক্তদানের সময় রক্তদানের এক বা একাধিক ছবি আহবায়ক এর কাছে জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
রক্তদানের উপকারিতা সমূহ
(১) রক্তদান স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। কেননা রক্তদান করার সঙ্গে সঙ্গে আপনার শরীরের মধ্যে অবস্থিত বোন ম্যারো নতুন কণিকা তৈরির জন্য উদ্দীপ্ত হয়। রক্তদানের ২ সপ্তাহের মধ্যে নতুন রক্তকণিকা জন্ম হয়ে ঘাটতি পূরণ হয়ে যায়। আর বছরে ৩ বার রক্তদান আপনার শরীরে লোহিত কণিকাগুলোর প্রাণবন্ততা বাড়িয়ে তোলে ও নতুন কণিকা তৈরির হার বাড়িয়ে দেয়।
(২) নিয়মিত রক্তদানকারীর হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কম অনেকটাই
(৩) নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে বিনা খরচে জানা যায় নিজের শরীরে বড় কোনো রোগ আছে কিনা। যেমন : হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি, সিফিলিস, এইচআইভি (এইডস) ইত্যাদি।
(৪) সম্প্রতি ইংল্যান্ডের এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত স্বেচ্ছায় রক্তদানকারী জটিল বা দুরারোগ্য রোগ-ব্যাধি থেকে মুক্ত থাকেন অনেকাংশে। যেমন, নিয়মিত রক্তদান ক্যান্সার প্রতিরোধে সহায়ক।
(৫) রক্তে কোলেসটোরলের উপস্থিতি কমাতে সাহায্য করে নিয়মিত রক্তদান।
(৬) রক্তদান ধর্মীয় দিক থেকে অত্যন্ত পুণ্যের বা সওয়াবের কাজ। একজন মানুষের জীবন বাঁচানো সমগ্র মানব জাতির জীবন বাঁচানোর মতো মহান কাজ। আমাদের সকলের ধর্মই আমাদের এই শিক্ষা দিয়ে থাকে।
(৭) রক্তদানে আপনার নিজের অর্থ সাশ্রয়-ও হয়। রক্তদান কেন্দ্রের মাধ্যমে রক্ত দিলে পাঁচটি পরীক্ষা সম্পূর্ণ বিনা খরচে করে দেয়া হয় যা বাইরে করলে খরচ লাগবে প্রায় তিন হাজার টাকার মতো। সেগুলো হলো-এইচআইভি/এইডস, হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি, ম্যালেরিয়া ও সিফিলিস। তাছাড়া রক্তের গ্রুপও নির্ণয় করা হয়।
(৮) নিয়মিত রক্তদান Hemochromatosis প্রতিরোধ করে। শরীরে অতিরিক্ত আয়রনের উপস্থিতিকে Hemochromatosis বলে।
(৯) স্থূল দেহী মানুষদের ক্ষেত্রেও রক্তদান অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে ওজন কমাতে।
(১০) মুমূর্ষু মানুষকে রক্তদান করে আপনি পাচ্ছেন মানসিক তৃপ্তি। কারণ, এত বড় দান যা আর কোনোভাবেই সম্ভব নয়।
Rules ,regulations and important updates :
About Us:
Sbds was established on 01/06/2016.
Establishing location was Sarail Bazar , Md Mahmud Hussain Bhuiyan's house.
The Convener of SBDS is Md Mahmud Hussain Bhuiyan.
We are Serving the humanity From 2016.
To join us it cost's as low as 50 Taka only.
All the sites and social media accounts ,which are related to SBDS are being managed by the assistance of Md Hafij.
Rules and regulations:
Sbds have the right to add or remove any members they want.
Any person Wants to join us , must be Aproved by the Convener.
Nobody should donate blood without the approval of the Convener.
If there is any emergency , the donor should inform to the Convener.
Blood group , adress , mobile number , and Full name should be Informed to the Convener to join SBDS
Donating blood for MONEY is totally against out Rules. If found , member will be removed from the group.
The Convener has the right to send Text Messege, Media , Invitation ,or Direct Phone CALLS to Registered members.
Any updated Rules and Regulation's will be Informed via above social medias.
Notice:
Blood reciver should take care of the donor too.
As we are not taking money , Reciver should manage the Traveling cost and at least one meal.
No one from the members will be called until they are eligible to donate blood.
After Donating blood , donor is Requested to take a photo and submit to the Convener .